A Brief History
পার্টির সংক্ষিপ্ত ইতিহাস
পার্টির সহযোগী শ্রেণী গণসংগঠনসমূহ
- বিপ্লবী শ্রমিক সংহতি
- বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি
- বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতি
- বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন
- বিপ্লবী কৃষক সংহতি
- শ্রমজীবী নারী মৈত্রী
- বিপ্লবী যুব সংহতি
- বিপ্লবী ছাত্র সংহতি
- বিপ্লবী সংস্কৃতি সংসদ
- বাংলাদেশ ভূমিহীন সংহতি
- বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি
দশম কংগ্রেস :
৯ জানুয়ারি ২০২৩ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির তিন দিনব্যাপী দশম কংগ্রেস সমাপ্ত হয়। কংগ্রেসের অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও সাত সদস্য বিশিষ্ট রাজনৈতিক পরিষদ ও ১৪ জন কেন্দ্রীয় সংগঠকও নির্বাচন করা হয়।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি’র পূর্ণাঙ্গ সদস্য যথাক্রমে- সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, এপোলো জামালী, রাশিদা বেগম, সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আহমেদ, সজীব সরকার রতন, মোজাম্মেল হোসেন, নজরুল ইসলাম শাহজাহান, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, নির্মল বড়ুয়া মিলন, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, শহীদুজ্জামান লাল মিয়া ও শেখ মোহাম্মদ শিমুল। বিকল্প সদস্য শাহীন আলম ও মীর রেজাউল আলম।
০৭ সদস্য বিশিষ্ট রাজনৈতিক পরিষদ হচ্ছেন সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
১৪ জন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সংগঠক হচ্ছেন রহিমা খাতুন, আবু লাহাব লাইসুদ্দিন, জুঁই চাকমা, আকরাম হোসেন ইমরান হোসেন, ডা. মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, নাসির হোসেন, মুক্তা ইসলাম, নীলুফার ইয়াসমিন, প্রদীপ রায়, সাবিনা ইয়াসমিন, ডা. মুনসুর রহমান (সাতক্ষীরা) ও আইয়ুব আলী।
পার্টির মুখপত্র মাসিক জনগণতন্ত্র ও www.jonogonotontro.com ঠিকানা: ১৪/২ তোপখানা রোড, তিনতলা, ঢাকা- ১০০০।
পার্টির নিবন্ধন নং : ০৩৭, নিবন্ধন তারিখ :২০/১১/২০০৮।
পার্টির নির্বাচনী প্রতীক: কোদাল।
পার্টির সংক্ষিপ্ত ইতিহাস :
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ২০০৪ সালের পরে দীর্ঘকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নামটি ব্যবহার করা হত। দলের সভাপতি ছিলেন খন্দকার আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল হক। ১৪ জুন, ২০০৪ সালে এই গ্রুপটি ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’ থেকে বেরিয়ে আসে। গঠন করা হয় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মানুষের ভোটের ও ভাতের অধিকার আদায়ের লক্ষে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ যৌথ কর্মসূচির কৌশলের বিরোধিতা করে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ এর সাথে জোট রয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন: ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পার্টি অংশ নেয় পাঁচটি আসনে। ২০১৪ এর দশম জাতীয় সংসদ নির্বাচন পার্টি বর্জন করে। ২০১৮ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির প্রতীক ‘কোদাল‘ নিয়ে ৬ টি দল ২৮ আসনে নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশ নেয় ১১ টি সংসদীয় আসনে।
আরো তথ্য জানতে ভিজিট করুন : উইকিপিডিয়া
Published on: Monday, 2 November 2020, 07:01 pm ▪ Last update: Wednesday, 23 August 2023, 05:05 pm ▪ Total View of this Page: 781